ভারতের বিহারে এক পুলিশ কর্মকর্তার ‘এক থাপ্পড়’ এখন হয়ে উঠেছে ‘সাত থাপ্পড়ের’ গল্প! একটি পেট্রল পাম্পে কর্মীকে চড় মারায় পাল্টা প্রতিক্রিয়ায় হাতের ছাপ পড়ে গেছে ওই কর্মকর্তার গালে—সরাসরি সাতবার।

শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই ঘটনা প্রকাশ করে NDTV। ঘটনার সূত্রপাত, যখন ওই পুলিশ কর্মকর্তা একটি পেট্রল পাম্পে যান এবং ১২০ রুপির পেট্রল চান। কিন্তু ভুলবশত পাম্পের কর্মী তাকে দিয়ে বসে ৭২০ রুপির পেট্রল। এতে রেগে গিয়ে তিনি কর্মীকে চড় মারেন।

তবে ঘটনার এখানেই শেষ নয়। পাম্পের ম্যানেজার এবং আরেক কর্মী বিষয়টি সহজভাবে নেয়নি। তারা সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তাকে ধরে ফেলেন এবং জবাবে গালে বসিয়ে দেন একের পর এক সাতটি থাপ্পড়।

পরে পুরো ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। এতে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—অনেকে পুলিশ কর্মকর্তার ব্যবহারকে দোষারোপ করছেন, আবার কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়াকেও সমর্থন করছেন না।

এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

Share.
Leave A Reply

Exit mobile version