ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি এক আলাপচারিতায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ভিডিও নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। অকপটে প্রশংসা করে তিশা বলেন, “এতো সুন্দর ভ্লগ আমি জীবনে কখনও দেখিনি। আমি সত্যিই এই মানুষটিকে ভালোবাসি। রিপন ভাই এতটা জেনুইন কীভাবে হতে পারেন, তা একমাত্র আল্লাহই জানেন।”
তিশার মতে, রিপনের কনটেন্ট যেমন হাস্যরসপূর্ণ, তেমনি তার উপস্থাপন ভীষণ স্বতঃস্ফূর্ত ও প্রাঞ্জল। তিনি বলেন, ‘এতো সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ! আর ওনাকে এতো ন্যাচারাল লাগে… তা বলে বুঝানো যাবে না।’
রিপনের কনটেন্টের প্রতি নিজের ভালোলাগার জায়গা বোঝাতে গিয়ে তিশা রিপনের কিছু জনপ্রিয় ডায়লগও তুলে ধরেন, যেমন ‘লাম্পা একটা ঘুম দিয়া লাইছি’, ‘গাড়ির মধ্যে হামাইলাম’, ‘ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’ এবং ‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম।’
তিশার মুখে এমন অকপট প্রশংসা নিঃসন্দেহে প্রমাণ করে যে রিপন মিয়ার কনটেন্ট এখন কেবল সাধারণ দর্শক নয়, বিনোদন অঙ্গনের তারকাদের মাঝেও সাড়া ফেলেছে। তার ভিন্নধর্মী উপস্থাপনা ও নিজস্ব ভাষাভঙ্গি দ্রুতই হয়ে উঠছে সবার মন জয় করার অন্যতম উপকরণ।
রিপনের এই সাফল্য অনেকের জন্যই অনুপ্রেরণা, আর তিশার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর এমন উচ্ছ্বসিত প্রশংসা নিঃসন্দেহে তাকে আরও অনুপ্রাণিত করবে নতুন ও সৃষ্টিশীল কনটেন্ট তৈরিতে।