ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক— এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সম্প্রতি এক ইহুদি দাতাকে দেওয়া ব্যক্তিগত বার্তায় ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে।”
প্রসঙ্গত, ওই ইহুদি দাতা রিপাবলিকান পার্টিকে নিয়মিতভাবে অর্থ সহায়তা দিয়ে থাকেন। যদিও সংবাদমাধ্যমটি তার নাম প্রকাশ করেনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভেতরেই ইসরায়েলবিরোধী একটি শক্তিশালী অংশ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যবিষয়ক একজন বিশেষজ্ঞ ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, এই নতুন মনোভাব হোয়াইট হাউজের নজরেও এসেছে।

দীর্ঘদিন গাজা উপত্যকায় অবরোধ ও খাদ্য সংকটে প্রাণ হারাচ্ছে অসংখ্য শিশু। এমন হৃদয়বিদারক পরিস্থিতির ছবি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ট্রাম্প ও তার ঘনিষ্ঠ নেতারা প্রকাশ্যে এর সমালোচনাও করেছেন।

ডানপন্থি রিপাবলিকান কংগ্রেসওম্যান মারজোরি টেইলর গ্রিন স্পষ্ট ভাষায় বলেছেন, “গাজায় একটি গণহত্যা চলছে।”
এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন মন্তব্য ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে সম্পর্কেও চিড় ধরেছে বলে গুঞ্জন রয়েছে। তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হুকাবে এসব খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, ফিন্যান্সিয়াল টাইমস

Share.
Leave A Reply

Exit mobile version