ইসরায়েলের কঠোর অবরোধে ক্ষুধার্ত গাজা উপত্যকা—যেখানে দিনের পর দিন খাবারের জন্য হাহাকার। এই মানবিক সংকট আর সহ্য করতে না পেরে হৃদয় ছুঁয়ে যাওয়া এক উদ্যোগ নিয়েছেন মিসরের সাধারণ মানুষ।

একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সমুদ্রপাড়ে দাঁড়িয়ে মিসরের কয়েকজন নাগরিক ছোট ছোট বোতলের মধ্যে চাল-ডাল-মসুর ভরে সেগুলো গাজার দিকে ছুঁড়ে দিচ্ছেন। তাদের প্রত্যাশা, হয়তো স্রোতের টানে কোনোটাই গাজার উপকূলে পৌঁছাবে।

অবশেষে সেই আশা সত্যি হয়েছে। গাজার এক জেলে সমুদ্রে মাছ ধরার সময় একটি বোতল উদ্ধার করেন, যেটির ভিতরে ছিল কিছু খাবার ও একটি ছোট্ট নোট। বোতল হাতে নিয়ে তিনি বলেন, “বলুন আল্লাহু আকবার! আমাদের মিসরের ভাইয়েরা চাল-ডাল পাঠিয়েছেন। আজ অন্তত কিছু খেতে পারব।”

এই হৃদয়স্পর্শী ভিডিওটি সম্প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ভিডিওতে বোতলের ভিতর পাওয়া নোটে লেখা ছিল, “মিসর দীর্ঘজীবী হোক”। গাজার ওই ব্যক্তি আরও বলেন, “আল্লাহর ইচ্ছায়, মিসর, আরব বিশ্ব ও ইসলামি উম্মাহ দীর্ঘজীবী হোক।”

এর আগে গত ২৩ জুলাই এক মিসরীয় যুবককে ভিডিওতে দেখা যায়, সমুদ্রের ধারে দাঁড়িয়ে একের পর এক বোতল ছুঁড়ে দিচ্ছেন গাজার দিকে। কণ্ঠ ভার হয়ে আসা সেই যুবক বলেন, “ভাইয়েরা, আমাদের ক্ষমা করুন। এর বেশি কিছু করতে পারছি না।”

গাজার পাশেই শক্তিশালী মুসলিম দেশ মিসর, অথচ সরকারিভাবে গাজার জন্য কোনো বড় ধরনের সহায়তা এখনও আসেনি। এই ছোট বোতলের বার্তাগুলো যেন স্রোতের মতো ভেসে আসে একটাই বার্তা নিয়ে— ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা।

ভিডিও লিংক: https://www.facebook.com/reel/1080612447115056

Share.
Leave A Reply

Exit mobile version