সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হজ গ্রাম গড়তে জমি কিনছে ইন্দোনেশিয়া। এ বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার (৩০ জুলাই) দেশটির বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কায় হজ গ্রাম তৈরির প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। ওই সময় তারা দুজন এতে সম্মত হন।

ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, মক্কার রয়্যাল কমিশন হজ গ্রাম নির্মাণের জন্য আটটি প্লটের প্রস্তাব দিয়েছে, যেগুলো মক্কা শহরের খুব কাছেই অবস্থিত। প্লটগুলো পাহাড়ি ও সমতল—দুই ধরনের এলাকাজুড়ে বিস্তৃত, যার প্রতিটির আয়তন ২৫ থেকে ৮০ হেক্টরের মধ্যে।

তিনি বলেছেন, এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে। তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবেন।

এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম। সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহযাত্রীদের জন্য থাকার জায়গা তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে।

গ্রামটি তৈরি হয়ে গেলে ইন্দোনেশিয়ার যেসব নাগরিক সৌদিতে হজ ও ওমরাহ করতে যাবেন তারা হজ গ্রামে থাকতে পারবেন। এতে তাদের হজ ও ওমরাহ করা আরও সহজ হবে।

এদিকে সৌদি আরব সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদির সরকার।

সূত্র: অন্তরা

Share.
Leave A Reply

Exit mobile version