ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বেঁচে আছেন।
গত ১৩ জুন দখলদার ইসরায়েলের অতর্কিত হামলার পর তাকে মৃত বলে ধারণা করা হলেও, নিউইয়র্ক টাইমস নিশ্চিত করেছে—তিনি জীবিত। বুধবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শনিবার অন্যান্য কমান্ডারদের জানাজায় শামখানিকে উপস্থিত দেখা গেছে।

ঘটনার দিন, তেহরানে শামখানির অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে মিসাইল হামলা চালায় দখলদার ইসরায়েল। বিস্ফোরণে ছাদ ধসে পড়ে এবং পুরো অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তিন ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন শামখানি। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

প্রথম দিকে নিউইয়র্ক টাইমসই পরিবারের সদস্য ও ইরানি কর্মকর্তাদের বরাতে জানায়, শামখানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। কারণ, বহুদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং তার কোনো অবস্থানও জানা যাচ্ছিল না।

তবে নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবারের জানাজায় কালো স্যুট ও শার্ট পরে হাঁটতে দেখা গেছে শামখানিকে। যদিও হাঁটতে কষ্ট হচ্ছিল এবং তিনি লাঠির সাহায্যে চলাফেরা করছিলেন। তাকে বেশ দুর্বল, মুখ শুকনো ও ঘাড় বাঁকানো অবস্থায় দেখা গেছে।

৬৯ বছর বয়সী আলী শামখানি ইরানের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তিনি দীর্ঘদিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় ছিলেন তেহরানের অন্যতম প্রধান প্রতিনিধি। বর্তমানে তিনি সুপ্রিম নেতা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা।

জাতিগতভাবে আরব, শামখানি জন্মগ্রহণ করেন ইরানের খুজেস্তান প্রদেশে। আরবি ভাষায় দক্ষ এই কূটনীতিক সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মুখ্য ভূমিকা রাখেন।

ইরানি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে শামখানি বলেন, “আমি বিছানায় ছিলাম, স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন। আমার যে ছেলে আমাদের সঙ্গে থাকে, সে হামলার ১০ মিনিট আগে বাইরে বেরিয়ে যায়। বিস্ফোরণের পর শুরুতে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে, কিন্তু গাড়ির শব্দ শুনে বুঝি, ইসরায়েলি হামলা হয়েছে।”

তিনি আরও বলেন, “তিন ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলাম। আমি চিৎকার করে স্ত্রী ও ছেলেকে ডাকছিলাম। পরে উদ্ধারকারীরা আমার পা খুঁজে পায়, তারপর ধীরে ধীরে আমাকে পুরোপুরি বের করে।”

তবে হামলায় তার স্ত্রী আহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু বলেননি শামখানি। এভাবে নাটকীয়ভাবে বেঁচে যাওয়া আলী শামখানি আবারো খবরের শিরোনামে। তার জীবিত থাকার সংবাদ অনেক প্রশ্নের জবাব দিলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানের নিরাপত্তা পরিস্থিতি ও ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে।

Share.
Leave A Reply

Exit mobile version