পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হবে লিটন দাসের দলের। তবে টিকে থাকার লড়াইয়ে পাকিস্তানের জন্য এটি একটি ‘ডু অর ডাই’ ম্যাচ।

আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এদিকে বাংলাদেশ একাদশে এসেছে বড় পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে দুই তারকা—তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমকে। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন ওপেনার নাঈম শেখ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

এ নিয়ে দর্শকদের মাঝে বাড়ছে উত্তেজনা—বদলে যাওয়া একাদশ কতটা সফল হবে পাকিস্তানের বিপক্ষে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, তানজিম হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজ, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ:
সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ ড্যানিয়েল।

Share.
Leave A Reply

Exit mobile version