যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই’ গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যারা কাজ করছেন, তাদের কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, ইসরায়েলের কৌশলগত বিষয়াবলীর মন্ত্রী রন ডেরমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেখানে গাজা ও ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে।

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর গাজায় হামলা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছেন ট্রাম্প। তার লক্ষ্য— মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ করে আব্রাহাম চুক্তির আওতা আরও বাড়ানো, অর্থাৎ আরও আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন।

এছাড়া গাজায় খাদ্য সরবরাহে বিতর্কিত ‘গাজা মানবিক ফাউন্ডেশন’-এ ৩০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, “গাজায় ভয়াবহ অবস্থা চলছে। আমরা অনেক অর্থ ও খাদ্য সহায়তা দিচ্ছি। কারণ আমাদের দিতে হবে। আমরা সরাসরি এই সংঘাতে জড়িত নই, কিন্তু পরোক্ষভাবে জড়িত, কারণ সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে, যাদের আমাদের বাঁচাতে হবে।”

তবে ট্রাম্প স্বীকার করেন, “কিছু খারাপ মানুষ গাজার ত্রাণ লুটপাট করছে।” তা সত্ত্বেও, তিনি দাবি করেন, গাজা মানবিক ফাউন্ডেশন ভালো কাজ করছে।

উল্লেখ্য, এই ফাউন্ডেশন শুরু থেকেই বিতর্কের মুখে। সেখানে খাদ্য সহায়তা আনতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত প্রাণ গেছে সাড়ে ৫শ’র বেশি মানুষের, আহত হয়েছেন আরও চার হাজারের বেশি ফিলিস্তিনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Share.
Leave A Reply

Exit mobile version