ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, তিনি আপাতত বাসা থেকেই রাষ্ট্রীয় দাপ্তরিক কার্যক্রম চালাবেন। খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিত ছিলেন নেতানিয়াহু। এর কিছুক্ষণ পরই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে জানানো হয়, তিনি রাতে হঠাৎ অসুস্থতা অনুভব করেন।

তার স্বাস্থ্য পরীক্ষা করেন হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো। চিকিৎসকরা জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ দেখা দিয়েছে, যা থেকে তিনি পানিশূন্যতায় ভুগছেন। তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

চিকিৎসকদের পরামর্শে আগামী তিন দিন তিনি অফিসে না গিয়ে বাসা থেকেই রাষ্ট্রীয় কাজ করবেন বলে জানানো হয়েছে।

এই অবস্থার কারণে সোমবার ও মঙ্গলবার তার দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির কারণে আগামী ৫ সেপ্টেম্বরের আগে নতুন শুনানির সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২৩ সালে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় তার পেসমেকার বসানো হয়। একই বছরে পানিশূন্যতা ও হৃদস্পন্দনের সমস্যাতেও তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর ২০২৪ সালের মার্চে তার হার্নিয়া অপারেশন এবং ডিসেম্বরে প্রস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। এ বছর মার্চ মাসে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে তিনি কয়েক দিন ছুটিতেও ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version