দীর্ঘ ১৪ বছরের বিরতি কাটিয়ে আবারও বলিউডে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার ও সন্তানদের সময় দেওয়ার কারণে সিনেমা জগৎ থেকে দূরে থাকলেও, অভিনয়ের প্রতি তার টান বরাবরের মতোই অটুট রয়েছে।
আর এবার তার প্রত্যাবর্তনের খবরে সরগরম পুরো বলিউড পাড়া, বিশেষ করে নেটদুনিয়ায় এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সেলিনার কামব্যাক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কবে কোন ছবিতে দেখা যাবে তাকে? কার বিপরীতে তিনি অভিনয় করবেন? – এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
যদিও এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও মেলেনি, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেলিনার একটি পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। একজন অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘কবে আপনাকে পর্দায় দেখা যাবে?’ উত্তরে সেলিনা লেখেন, ‘খুব তাড়াতাড়ি।’এরপর থেকেই তার প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।
বলিউডে ফেরার বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে সেলিনা জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে বিদেশে আছি, তাই বিস্তারিত কথা বলা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই সাংবাদিক সম্মেলন করে সবটা জানাবো।’ তার এই মন্তব্যে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
উল্লেখযোগ্য যে, এক দশক আগে সেলিনা জেটলি বড় পর্দায় অভিনয় করেছিলেন রোম্যান্টিক কমেডি ছবি ‘থ্যাংক ইউ’-তে। এরপর ২০২০ সালে তাকে শেষবার দেখা গেছে ‘সিজনস গ্রিটিংস’ নামের একটি প্রজেক্টে। এবার তিনি কোন নতুন চরিত্রে ফিরছেন, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।