বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল মার্চ মাসে, একটি বিয়ের প্রীতিভোজে। সে সময় ক্যাটরিনার হাতে ভিকির নাম খোদাই করা একটি উল্কি ভক্তদের নজর কাড়ে। এরপর পেরিয়ে গেছে তিন মাসেরও বেশি। অবশেষে ফের একসঙ্গে জনসম্মুখে দেখা গেল ভিকি ও ক্যাটরিনাকে—যা ঘিরে আবারও জল্পনা ছড়িয়েছে ক্যাটরিনার মা হওয়া নিয়ে।

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। ভিকির পরনে সাদা শার্ট আর নীল ডেনিম, আর ক্যাটরিনার গায়ে ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট। এই পোশাকেই যেন অনুরাগীদের চোখে ধরা পড়েছে নতুন ইঙ্গিত। অনেকে বলে বসেন, ক্যাটরিনা নাকি ইচ্ছাকৃতভাবে নিজের বেবিবাম্প আড়াল করছেন। পাশাপাশি ক্যাটরিনার হাঁটার গতি ছিল বেশ ধীর— যা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এর ফলে নায়িকার মা হওয়ার জল্পনা যেন আরও জোরাল হয়ে উঠল।

২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা। চার বছরের দাম্পত্যে এর আগেও বহুবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। গত বছর আম্বানি পরিবারের অনুষ্ঠানে তার হাঁটাচলা ও পোশাক নিয়েও এমন আলোচনা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ক্যামেরা ও লাইমলাইট থেকে অনেকটাই দূরে রয়েছেন ক্যাটরিনা। হাতে নেই নতুন কোনো সিনেমার খবরও। তবে আপাতত নায়িকার ঘরে নতুন সদস্য আসার সুখবর শোনার অপেক্ষায় আছেন যে ভক্তরা, তা বলার বাকি রাখে না।

Share.
Leave A Reply

Exit mobile version