বিএনপিকে ধ্বংস ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিত চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ জুলাই) বিকালে গুলশানে হোটেল লেকশোরে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ সংকলিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গ্রন্থটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি বিষয় সবাইকে মনে রাখতে হবে—আজ যেসব প্রচার ও অপপ্রচার চলছে, সেগুলোর পেছনে সুস্পষ্ট একটি চক্রান্ত রয়েছে। এই চক্রান্তের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং সম্ভাবনাময় নেতা তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টা, তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার ষড়যন্ত্র।

তারেক রহমানের অসাধারণ দক্ষতাই তাকে নেতৃত্বে এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তারেক সাহেবের নেতৃত্ব অনেক দিক থেকেই এসেছে। যদিও অনেকে পারিবারিক পটভূমির কথা বলেন, ব্যক্তিগতভাবে আমি সেটি বলতে স্বচ্ছন্দবোধ করি না। কারণ, একজন নেতাকে কেবল পারিবারিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হলে তা তাকে খাটো করা হয়। তারেক রহমানের নিজের যে গুণ, দক্ষতা ও সক্ষমতা আছে, সেটিকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করলে তা যথাযথ মূল্যায়ন হয় না।

তিনি বলেন, তারেক রহমান সাহেবের নিজস্ব গুন আছে। যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন; না হলে আসতে পারতেন না। কেনো বলছি আপনাদেরকে এই কথাগুলো? আমার অভিজ্ঞতা, আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি একসঙ্গে। তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পরে উনার সঙ্গে সরাসরি কাজ করছি।  

২০০২ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, সে সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও চীন যাওয়ার সুযোগ পাই। সফরটি ছিল ডিসেম্বর মাসে, প্রচণ্ড ঠান্ডা আর বরফ পড়ছিল। আবহাওয়া এতটাই বৈরী ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তাই গ্রেট হল অব দ্য পিপলের ভেতরেই ম্যাডামকে গার্ড অব অনার ও রিসেপশন দেওয়া হয়েছিল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহের সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহদি আমিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন্থসহ বিএনপির মতাদর্শের অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগাররা বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply

Exit mobile version