ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী নিহত-আহতের প্রতিবাদে শিক্ষার্থীদের ঘোষিত ৬ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (২২ জুলাই) দুপুরে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এ সমর্থনের কথা জানান।

তিনি বলেন, “বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের ছয় দফা একেবারে যৌক্তিক, এবং সরকারকে দ্রুত এসব বাস্তবায়নে দায়িত্ব নিতে হবে।”

✊ শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে যা রয়েছে:
নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ

আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ঘটনার সময় শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা

নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নিরাপদ প্লেন চালু

প্রশিক্ষণ এলাকা ও ব্যবস্থার মানবিক পুনর্বিন্যাস

বুলবুল বলেন, “জামায়াত সবসময় বিপর্যস্ত মানুষের পাশে থাকে। মাইলস্টোন ট্র্যাজেডির পরপরই দলের আমির নেতাকর্মীদের মানবিক সহায়তার নির্দেশ দেন। সেই অনুযায়ী জামায়াত ও তাদের সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে ছুটে যান।”

তিনি আরও জানান, জামায়াতের পক্ষ থেকে আহতদের হাসপাতালে পৌঁছাতে নিজস্ব অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস চালু করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের রক্তদান, দ্রুত উদ্ধার ও চিকিৎসার কাজে সক্রিয়ভাবে অংশ নেয় দলটির স্বেচ্ছাসেবকরা।

বুলবুল বলেন, “জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। নিন্দুকেরা যতই সমালোচনা করুক, আমাদের মানবিক কাজ আরও শক্তিশালীভাবে চলবে।”

এ সময় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাড. ড. হেলাল উদ্দিন ও মো. দেলাওয়ার হোসেন।

Share.
Leave A Reply

Exit mobile version