যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “একজনকে পুনর্বাসন না করায় আপনাদের থেকে সহস্র গালি পেয়েছি, তবে আমি সঠিক ছিলাম।”

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদের এই পোস্টের পর প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কাদের পুনর্বাসনের কথা উল্লেখ করছেন?

উপদেষ্টার ওই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই।তবে, মন্তব্যকারীদের বড় অংশই ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন।

আব্দুল্লাহ হিল বাকি নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ প্রাপ্য সেই সাহসী সিদ্ধান্তের জন্য। হাসিনার দালালরা রাজনীতিই করুক বিদেশে পলাতক থেকে, এদেরকে খেলার মাঠে বাংলাদেশের মানুষ দেখতে চায় না।’

ইমরান নাজির লিখেছেন, ‘ওয়ান্স এ খুনি অলওয়েজ খুনি।

মো. হারুন লিখেছেন, ‘আপনারা এই সাকিব আল হাসানের কাছে জুলাই আগস্টে পোস্ট প্রত্যাশা করছিলেন।’

প্রসঙ্গত, আজ রবিবার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসান। তার ওই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version