রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। দেশের ইতিহাসে অন্যতম হৃদয়বিদারক এ দুর্ঘটনায় যখন গোটা জাতি শোকে মুহ্যমান, তখন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দিয়েছেন এক আবেগঘন বার্তা।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন— “মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছেন, সত্যিই চেষ্টা করেছেন। তিনি জানতেন এটা একটি স্কুল এলাকা, জানতেন আশপাশে শিশু রয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন, বিমানের গতি সরাতে চেয়েছেন। তিনি সবকিছু উজাড় করে দিয়েছেন। তিনি সেই বিমানের সাথেই ঝরে গেছেন।”

এই স্ট্যাটাসে হিমি শুধুমাত্র একজন শহীদ পাইলটের প্রতি শ্রদ্ধা জানাননি, বরং আরও অনেক কঠিন প্রশ্ন তুলে ধরেছেন।

তিনি বলেন— “বাংলাদেশ বিমান বাহিনীকে অসম্মান নয়, কিন্তু আমাদের কঠিন প্রশ্ন করতে হবে। স্বচ্ছতা দাবি করার অধিকার আমাদের আছে। যদি কোনো গাফিলতি বা ভুল সিদ্ধান্ত থাকে, তবে তার জবাবদিহি চাই। দোষ দেবেন না ককপিটে থাকা মানুষটিকে, দোষ দিন তাকে, যে জনবহুল শহরের ওপর প্রশিক্ষণ ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে।”

স্ট্যাটাসে হিমি আরও বলেন— “আজও আমরা উড়ছি ১৯৬০ সালের ডিজাইনের, ২০১৩ সালে উৎপাদন বন্ধ হওয়া চীনের তৈরি F-7 যুদ্ধবিমানে! এই বিমানগুলো শুধু পুরনোই নয়, শহুরে এলাকায় উড্ডয়নের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। এটা শুধু দুর্ঘটনা নয়, বরং চিন্তার, নেতৃত্বের ও পরিকল্পনার ব্যর্থতা।”

শেষে শহীদ পাইলটের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিমি লেখেন— “তিনি শহীদ হয়েছেন বীরের মতো। স্যালুট জানাই তোমাকে, ভাই।”

এই আবেগঘন স্ট্যাটাস ইতিমধ্যেই হাজারো মানুষ শেয়ার করেছেন, যা আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমে।

Share.
Leave A Reply

Exit mobile version