বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর সফলভাবে আয়োজনের ইচ্ছা থাকলেও বাস্তবে টুর্নামেন্টটি হয়েছে নানা বিতর্কে ঘেরা। তবে পুরনো সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রূপে বিপিএলকে সাজানোর ঘোষণা দিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল।

সোমবার (১৪ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের এক সভায় তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসান উপস্থিত ছিলেন। ভিডিও কলে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্তও।

সভায় ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, পরিচালক আকরাম খানসহ অন্যান্য কর্মকর্তারা।

তামিম-মুশফিকরা বিপিএলের বর্তমান দুর্বলতা ও উন্নয়নের জায়গা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, দর্শকপ্রিয়তা বাড়াতে পেশাদার ব্যবস্থাপনা ও ক্রিকেটারবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিসিবি জানায়, ক্রিকেটারদের মতামতের ভিত্তিতে এবার বিপিএলকে বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছে তারা। এতে যুক্ত করা হচ্ছে নতুন ভেন্যু, বাড়ানো হচ্ছে আয়োজনে স্বচ্ছতা ও পেশাদারিত্ব।

তবে জাতীয় নির্বাচন সামনে থাকায় বিপিএলের সূচি পেছাতে পারে বলেও আভাস পাওয়া গেছে। এনসিএল টি-টোয়েন্টিতে যারা ভালো করবেন, তাদের বিপিএলের ড্রাফটে অন্তর্ভুক্তির সুযোগ থাকবে বলে জানিয়েছে বিসিবি।

পরবর্তী ধাপে গভর্নিং কাউন্সিল বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিক, ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক ও স্পন্সরদের সঙ্গেও মতবিনিময় করবে।

বিসিবির প্রত্যাশা, ক্রিকেটার, মিডিয়া ও দর্শকের সক্রিয় অংশগ্রহণে একটি শক্তিশালী, জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য বিপিএল গড়ে তোলা সম্ভব হবে।

Share.
Leave A Reply

Exit mobile version