বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এখন ধারাবাহিক এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বেশিরভাগ সিরিজেই ব্যাটারদের দুর্বল পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের। এমন বাস্তবতায় ব্যাটিং বিভাগে পরিবর্তন আনতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই পরিবর্তনের অংশ হিসেবেই পাওয়ার হিটিংয়ে অভিজ্ঞ এক কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি। জানা গেছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করা ইংলিশ কোচ জুলিয়ান উড-কে বাংলাদেশে আনার চূড়ান্ত চেষ্টা চলছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, “আমরা জুলিয়ান উডের সঙ্গে যোগাযোগ করছি। এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি, তবে আশা করছি, আগস্টে ক্যাম্পে তিনি যোগ দেবেন।”

আজ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শেষে আগামীকাল দেশে ফিরবে দল। তবে খুব একটা বিশ্রাম মিলবে না ক্রিকেটারদের জন্য। আগামী ২০ জুলাই থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এরপর আগস্টে আন্তর্জাতিক সূচি না থাকায় বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার পরিকল্পনা করেছে। সেখানেই প্রথমবারের মতো ব্যাটসম্যানদের জন্য আলাদাভাবে ‘পাওয়ার হিটিং’ অনুশীলন চালানো হবে।

জুলিয়ান উড শুধু আইপিএলই নয়, বিগ ব্যাশ, পিএসএল ও ইংল্যান্ডের ঘরোয়া লীগেও কোচিং করিয়েছেন। তাকে ইংল্যান্ডের সাদা বল ক্রিকেট বিপ্লবের নেপথ্যের মানুষ বলেও বিবেচনা করা হয়। ‘পাওয়ার হিটিং’ ধারণাটিই তিনিই ক্রিকেটে প্রথম আনেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই কোচের। তিনি সিলেট সানরাইজার্সে ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

বিসিবির আশা, জুলিয়ানের অধীনে লিটন দাস, শান্ত, আফিফরা পাওয়ার হিটিংয়ে উন্নতি করে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version