গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিবর্ষণের বিষয়ে ‘পরিস্থিতিগত কারণ’ উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২০ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন,
“যে সময়, যেমন পরিস্থিতি—সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।”
গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। ওই সময় গুলি ছোড়ে পুলিশ ও সেনাবাহিনী। এরপর কারফিউ জারি করা হয়। এখন ১৪৪ ধারা কার্যকর রয়েছে, যা পর্যায়ক্রমে তুলে নেওয়ার কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন,
“কেউ অন্যায় করলে তাকে গ্রেফতার করা হবে, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।”
এক সাংবাদিকের প্রশ্নে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় মামলা হয়নি, তবে তদন্ত চলছে। “পুলিশ মামলা করবে কি না, সেটা নির্ভর করছে তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর।”
নয়জন শিশুকে আটকের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, “আমার কাছে এমন কোনো তথ্য নেই।” পরে দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনের কথা জানানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
ছাত্রলীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন,
“দুটি গাড়ি পোড়ানো হয়েছে, এটা সত্যি। তবে আগের তুলনায় এবার নাশকতা অনেক কম হয়েছে।”
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি না—এমন প্রশ্নে জবাবে তিনি আশ্বস্ত করেন:
“আমরা প্রস্তুত হচ্ছি। ট্রেনিং দিচ্ছি। সুষ্ঠু নির্বাচনে কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আগের চেয়ে বেশি দায়িত্বশীলভাবে কাজ করছেন এবং বর্তমান পরিস্থিতির উন্নতি হয়েছে—এমনটাই তাদের মতামত।