ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার (৭ জুলাই) রাত ১০টার কিছু পর এ বিস্ফোরণ ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত সেনারা ওই সময় পায়ে হেঁটে স্থল অভিযান চালাচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণে পাঁচ জন নিহত হন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর সেনারা যখন আহতদের উদ্ধার করছিলেন, তখন সেখানে গুলিবর্ষণও শুরু হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (IDF)। হামলার সময় কোনো যানবাহন ব্যবহার করা হচ্ছিল না।

নিহত সেনাদের পরিচয়:

১. স্টাফ সার্জেন্ট মেইর শিমোন আমার (২০) – জেরুজালেমের বাসিন্দা, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য।
২. সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) – জেরুজালেমের বাসিন্দা, একই ব্যাটালিয়নের সদস্য।
৩. সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) বেনইয়ামিন আসুলিন (২৮) – হাইফা থেকে, গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডে নিযুক্ত ছিলেন।
৪. স্টাফ সার্জেন্ট নোয়াম আহারন মুসগাডিয়ান (২০) – জেরুজালেমের বাসিন্দা, কফির ব্রিগেডে কর্মরত।
৫. স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল (২১) – বেইত শেমেশের বাসিন্দা, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য।

IDF জানায়, বেইত হানুন এলাকায় হামাস ও অন্যান্য গোষ্ঠীর অবস্থানের কারণে ওই অঞ্চলে অভিযান চালানো হচ্ছিল। অভিযানের আগে সেখানে বিমান হামলাও চালানো হয়েছিল।

সাম্প্রতিক সময়ে গাজার উত্তরে ইসরায়েলি বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর সংঘর্ষ বেড়েছে। রাস্তার পাশে বিস্ফোরক পুঁতে রেখে হামলার ঘটনা নতুন নয়, তবে এই হামলা ছিল অত্যন্ত প্রাণঘাতী।

Share.
Leave A Reply

Exit mobile version