বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসার গভীরতা যেন আরও বাড়ছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে সেরকম-ই মনে হয়। সম্প্রতি ফের অন্তরঙ্গ অবস্থায় ধরা দিলেন। সাগরপারে নিকের কোলে ঠোঁটে-ঠোঁট ডুবিয়ে প্রিয়াঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন নিক। ছুটি কাটানোর ভিডিও মনে হচ্ছে। সেখানে দেখা যায়, সমুদ্র সৈকতে নিক। তাকে বলতে শোনা যায়, প্রিয়াঙ্কা ছাড়া তিনি খুব দুঃখী। 

ঠিক তখন দেশি গার্ল আচমকা ছুটে এসে নিককে জড়িয়ে ধরেন। এমন পরিস্থিতিতে নিক ও প্রিয়াঙ্কা একে অপরকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। ভিডিওতে কালো বিকিনিতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। নিককেও একই রঙয়ের পোশাকে দেখা গেছে। 

মুহূর্তেই ভাইরাল হয়েছে সে ভিডিও। অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে তাদের অন্তরঙ্গ মুহূর্ত। মন্তব্যের ঘরে তা প্রকাশ করেছেন অনেকে। শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তারা। 

Share.
Leave A Reply

Exit mobile version