আমরা চাই তরুণরা নেতৃত্বে আসুক এবং ক্ষমতায় অধিষ্ঠিত হোক। যেমন জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র-জনতা দেশের মানুষকে হতাশ করেনি, তেমনি আগামীর বাংলাদেশেও জনগণ তাদের থেকে আশাহত হবে না।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যার পর ময়মনসিংহের ফুলবাড়িয়া চত্বরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামীর নতুন দিনের বার্তা নিয়ে কাজ করছে, বিগত দিনের রাজনীতি মানুষকে মুক্তি দেয়নি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, ফুলবাড়িয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মো. সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জিনিয়ার ওমর শরিফ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version