গুঞ্জন আগেই ছিল, এবার যেন তা আরও জোরাল হলো। হলিউড তারকা সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো সত্যিই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে তাদের বিবাহোৎসব অনুষ্ঠিত হতে পারে।

এরই মধ্যে সেলেনা নিজেই একটি সাক্ষাৎকারে বিয়ের খাবারের মেনু নিয়ে মুখ খুলেছেন। তবে অবাক করা বিষয় হলো, বিয়েতে থাকবে না কোনো বড়সড় কেক! বরং থাকছে একেবারেই ব্যতিক্রমী ও আবেগঘন এক আয়োজন।

রেয়ার বিউটি নামের নিজস্ব ব্র্যান্ডের এক ভিডিওতে সেলেনা জানান, ‘যেদিনটা আসবে, আমি জানি আমি বড় কোনো কেক চাই না।’

তার মতে, বিশাল কেকের বদলে তিনি ও বেনি দু’জনের জন্য একটা ছোট কেক রাখতে চান। সেটা ফ্রিজে রেখে দেওয়া যাবে স্মৃতি হিসেবে।

তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, সেলেনার কাছে তার বিয়ের আসল ডেজার্ট হবে বিস্কুট ও গ্রেভি। যা বানান তার প্রিয় নানি। তিনি বলেন, ‘আমার নানির বানানো বিস্কুট আর গ্রেভি আমার কাছে মূল ডেজার্ট। অন্য কারো রেসিপি চাই না।’

এই কথায় বোঝাই যায়, সেলেনার কাছে তার বিয়ের দিনটা শুধুই জাঁকজমক নয় বরং একান্ত আবেগময় ও ঘরোয়া পরিবেশে কাটানো বিশেষ দিন হয়ে উঠবে।

বিয়ের আয়োজন নিয়ে এখনো সেলেনা বা বেনি কেউ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নানা সূত্র বলছে তারা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছেন। এমনকি কেউ মোবাইল ফোন নিয়ে অনুষ্ঠানে ঢুকতে পারবেন কি না তা নিয়েও চলছে ভাবনা।

প্রসঙ্গত, বহু বছরের প্রেমের পর ২০২৪ সালের ডিসেম্বরে তাদের আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন হয়।

Share.
Leave A Reply

Exit mobile version