সমালোচনা, ট্রোল আর বিতর্ক যেন নেহা কক্করের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি ফ্যাশন নির্বাচনকে কেন্দ্র করে আবারও বিতর্কের শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় এই গায়িকা।
কয়েক সপ্তাহ আগেই বিদেশে একটি সংগীতানুষ্ঠানে দেরিতে উপস্থিত হয়ে দর্শকদের অসন্তোষের মুখে পড়েছিলেন নেহা। মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল শ্রোতাদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে নাম জড়াল এই বলিউড কণ্ঠশিল্পীর।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন নেহা, যেখানে তাকে দেখা গেছে সাদা ক্রপ টপের উপর নীল ব্রা পরিহিত অবস্থায়। সেই সঙ্গে পরনে ছিল ট্র্যাক প্যান্ট, যার নিচ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল রঙিন জিম অন্তর্বাস। হাতে একটি লাবুবু ডল, চোখে রোদচশমা ও মুখে হাসি—এই লুকে ধরা দিয়েই মূলত ট্রোলের শিকার হন তিনি।
ছবিটি প্রকাশের পরপরই নেটমাধ্যমে কটাক্ষের বন্যা বইয়ে দেয় একাংশ। কেউ লিখেছেন, “অন্তর্বাসই যদি দেখাতে হয়, তাহলে আর পোশাক পরার কী দরকার!” অন্য একজন মন্তব্য করেছেন, “ভীষণ খেলো পোশাক, ছিঃ!” কেউ কেউ আবার ব্যঙ্গ করে বলেন, “এ কোন দুনিয়ার ফ্যাশন?” আরেকজনের ভাষায়, “এখন আবার কখন কাঁদবে দেখবেন!”—ইঙ্গিত হয়তো নেহার অতীতের আবেগঘন মুহূর্তগুলোর দিকে।
তবে সব সমালোচনার মাঝেও নেহার পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই বলছেন, নিজের পোশাক ও স্টাইল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেহারই রয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, “যেটা ভালো লেগেছে, সেটাই পরেছে। এটা তার স্বাধীনতা।” কেউ আবার মজা করে লিখেছেন, “লেডি সুপারম্যান নাকি, যে পোশাকের উপরে অন্তর্বাস পরে ফেলেছে!”
নেহার ঘনিষ্ঠমহল থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও, সোশ্যাল মিডিয়ায় তারা ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়ে চলেছেন।
এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এল সেলিব্রিটিদের পোশাক, ফ্যাশন ও ব্যক্তিগত পছন্দ নিয়ে সমাজের একাংশের কঠোর মনোভাব। প্রশ্ন থেকে যায়—একজন শিল্পীর নিজস্বতা প্রকাশের অধিকার কি সোশ্যাল মিডিয়ার ‘ফ্যাশন পুলিশ’ দ্বারা সীমিত হয়ে যাবে?