বাগান করা জয়া আহসানের অন্যতম শখ। তার বাসার ছাদ ও ব্যালকনির চারপাশজুড়ে রয়েছে শতাধিক ফল ও সবজির গাছ। সময় পেলেই নতুন গাছ রোপণ ও সেগুলোর যত্ন নেন তিনি। মাঝে মাঝে সেই গাছের ফুল ও ফলের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন এই জনপ্রিয় অভিনেত্রী।
কলকাতায় ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষ করে দেশে ফিরে জয়াকে দেখা গেলো খামারে। ছোট্ট সেই খামারের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে জয়া তার স্বপ্নের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমার স্বপ্ন, ছোট্ট খামার, নিঃশব্দ সুখ।’
জয়ার পোস্ট করা সেসব ছবিতে দেখা গেছে, তার বাগানে নানান জাতের ফলন হয়েছে। এর মধ্যে পেঁপেগাছ সামনে রেখে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। জয়াকে এমনভাবে দেখে ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন।
এদিকে ভারতে মুক্তির অপেক্ষায় জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমা। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। ১৮ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুক্তির আগে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তির পর ট্রেলার প্রশংসা কুড়াচ্ছে।