ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শোবিজাঙ্গনে দীর্ঘ এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানোই ছিল অপূর্ণতা।

সেই অপূর্ণতাটুকুও এবার পূর্ণ করেছেন সাবিলা। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাটকের পর সরাসরি চলচ্চিত্রে পা রেখেই সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে—একে ভাগ্য বলাই চলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা নূর।

তিনি বলেন, ‘আমি ছোট পর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করছি না কারণ ভালো কন্টেন্টে কাজ করার একটা ইচ্ছা থেকে বেছে বেছে কাজ করছি।’

ছোট পর্দায় আর দেখা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে সাবিলা জানান, ‘এটা নিয়ে আপাতত এখনো ভাবছি না, কারণ আমার চিন্তা হচ্ছে ভালো কাজ করা, ভালো মানের কাজ করা।’

তার ভাষায়, ‘যেহেতু তাণ্ডব একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, মানে তাণ্ডবের মতো একটা সিনেমা করার পরে অবশ্যই আমার এরকম অথবা এর থেকে আরও ভালো কিছু করতে হবে।’

সাবিলার এমন মন্তব্যে বোঝা যায়, ভবিষ্যতেও অভিনয় করবেন তিনি, তবে বেছে বেছে এবং মানসম্মত প্রজেক্টেই।

Share.
Leave A Reply

Exit mobile version