বলিউডে আলো-আঁধারির খেলা সবসময়ই পাশাপাশি চলে। সেই আঁধার দিক থেকেই একসময় ডাক এসেছিল বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানের কাছে। যদিও ঘটনাটি বহু বছর আগের, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন অধ্যায়ের পর্দা তুলেছেন আমির নিজেই, যার স্বীকারোক্তিতে চমকে উঠেছে অনেকেই।
ভারতীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবি দিয়ে বলিউডে সাফল্যের যাত্রা শুরু হয় আমিরের। এরপর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন তিনি। তবে ১৯৯০-এর দশকের শেষ দিকে ‘আন্ডারওয়ার্ল্ড’-এর কিছু ব্যক্তির কাছ থেকে আমন্ত্রণ পান আমির। মধ্যপ্রাচ্যে আয়োজিত একটি পার্টিতে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
এ বিষয়ে অভিনেতা বলেন, মধ্যপ্রাচের কোথাও, সম্ভবত দুবাইয়ে একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ করা হয়। আমি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলাম। পরে আমার সঙ্গে কয়েকজন দেখা করে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, তারা দাউদ ইব্রাহিমের লোক ছিলেন কি না জানি না। সে সময় আমি তাদের মুখের উপর বলে দেই, আপনারা যদি আমাকে জোর করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তা না হলে, আমি নিজের ইচ্ছায় যাব না।
তবে ‘আন্ডারওয়ার্ল্ড’ থেকে প্রস্তাব এখানে থেমে যায়নি। আমির রাজি না হওয়ায় তাকে আরও নানা রকমের প্রলোভন দেওয়া হয়েছিল।
এ বিষয়ে আমির বলেন, ওরা অনেক চেষ্টা করেছিল। আমাকে টাকার লোভ দেখানো হয়। এমনকি, বলা হয়, যে কোনো কাজ ওরা পাইয়ে দেবে। কিন্তু আমি ওদের প্রস্তাব ফিরিয়ে দিই। এক পর্যায়ে তাদের ফোনে বলি, এক মাস ধরে আপনারা আমাকে বলে চলেছেন। আর আমি প্রথম থেকেই বলছি, আমি যাব না। আপনারা ক্ষমতাশালী। আপনারা এর জন্য আমাকে মারধর করতেই পারেন। আমার হাত-পা বেঁধে কোথাও নিয়ে যেতে পারেন। কিন্তু আমি স্বেচ্ছায় যাব না। এরপর আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তারা।
সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘সিতারে জামিন পার’। ছবিটি পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। চলচ্চিত্রটি মুক্তির পর পরই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ইতোমধ্যেই। আমিরের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন, জেনিলিয়া দেশমুখ, আরুশ দত্ত, বেদান্ত শর্মাসহ আরও অনেকে।