সাম্প্রতিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, একসময় শেখ হাসিনাকে জামায়াতে ইসলাম সহযোগিতা করেছিল, কিন্তু তাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে। জাতীয় পার্টি পাশে ছিল, তাও বিলীন হয়েছে। এক-এগারোর পর সেনাবাহিনীকেও হত্যা করা হয়েছে। এখন আবারও যারা আওয়ামী লীগকে সহযোগিতা করতে চায়, তাদের সঙ্গে মিলে হত্যা ও সহিংসতার মাধ্যমে নির্বাচন নষ্ট করার ষড়যন্ত্র চলছে—যা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে তারেক রহমান গণতন্ত্র উদ্ধারে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তার ফল এই জুলাই-আগস্টেই দেখবে দেশ। বিএনপি এখন আর মাঠে সংঘাতে নামতে চায় না, তারা চায় গ্রামে-গঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে। যারা দেশ লুট করেছে, সেই টাকা ফিরিয়ে এনে শান্তি ফিরিয়ে দেবে বিএনপি।

বিএনপি নেতা বলেন, বরগুনায় দলের এক ইমামকে হত্যাচেষ্টা করা হয়েছে, চাঁদপুরেও হামলার ঘটনা ঘটেছে। এত সহ্য করার পরও ধৈর্য ধরে আছি, কারণ আমাদের নেতার নির্দেশ—জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে শান্তিপূর্ণ পথেই এগোতে হবে।

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফারুক বলেন, এ ধরনের ষড়যন্ত্রে কিছুই হবে না। কারণ তিনি শুধু দেশের নন, আন্তর্জাতিক পর্যায়েও একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।

পলিটিক্স/মি

Share.
Leave A Reply

Exit mobile version