শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি লক্ষ্য অর্জনের জন্য মুসলিম বিশ্বের নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (ISBAS) ২০২৫-এ ‘মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, “এই লক্ষ্য অর্জনে প্রয়োজন আন্তরিক সামাজিক দায়বদ্ধতা এবং একটি বাস্তবমুখী সামাজিক ব্যবসা মডেলের চর্চা। আমরা নৈতিকতার কথা বললেও তা বাস্তবে প্রয়োগ করি না—এটাই আমাদের মূল সংকট।”

রিজওয়ানা হাসান আরও বলেন, “আধুনিক পুঁজিবাদ সমাজ ও প্রকৃতিকে যে বিরূপ অবস্থায় ফেলেছে, তা এখনই রুখে না দিলে অনেক দেশ শতকের শেষে পানির নিচে তলিয়ে যাবে। সভ্যতাও হুমকির মুখে পড়বে।”

তিনি ভোগবাদী মানসিকতা থেকে সরে এসে সংযমের দিকেই মনোযোগ দেওয়ার ওপর জোর দেন এবং বলেন, “আমাদের যুদ্ধ থামাতে হবে চিরতরের জন্য। প্রয়োজন ও চাহিদার পার্থক্য বুঝে সংযমী জীবনধারা গড়তে হবে।”

ইসলামী মূল্যবোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ইসলাম কেবল পরামর্শ দেয় না, কার্যকর পদক্ষেপের দিকেও নির্দেশ করে। এটি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয় এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে সহনশীলতা শেখায়।”

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, “যখন ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা করা হয়, তখন কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? ভ্রাতৃত্ববোধের কোনো মূল্য নেই যদি তাতে নৈতিক সাহস না থাকে।”

যাকাত ব্যবস্থাকে কার্যকর ও মানবিক অর্থনৈতিক কাঠামো হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আধুনিক করব্যবস্থায় আমরা কর দেই, কিন্তু তা দরিদ্র মানুষের প্রকৃত উপকারে আসে না। যাকাত সরাসরি ও মানবিক সহায়তা নিশ্চিত করে।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, UNIW মহাসচিব ইউপ আকমাল, সওয়াব চেয়ারম্যান এস. এম. রাশেদুজ্জামান, BIIT মহাপরিচালক ড. এম. আবদুল আজিজ, কৃষিবিদ গ্রুপের এমডি ড. আলী আফজাল।

পলিটিক্স/মি

Share.
Leave A Reply

Exit mobile version