উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যস্থতায় সমাধানের আশ্বাস পাওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউনসহ সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রোববার (২৯ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজ রোববারও পালিত হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি।

রাজস্ব বোর্ডের সংস্কার পরিকল্পনা ঠেকানো এবং চেয়ারম্যান অপসারণের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। এতে রাজস্ব আহরণ কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

গত শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো এক যৌথ সংবাদ সম্মেলনে জানায়, চলমান আন্দোলনের কারণে শুধু তৈরি পোশাক খাতেই প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তারা অর্থনীতি ও ব্যবসার স্বার্থে পরিস্থিতির দ্রুত সমাধানে সরকার এবং আন্দোলনকারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ মে অর্থ মন্ত্রণালয় একটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্বনীতি এবং ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই এনবিআর বিলুপ্তি প্রতিরোধসহ কয়েকটি দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ‘সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনে নামেন। গত ২৫ মে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দেওয়া হলে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।

Share.
Leave A Reply

Exit mobile version