স্ত্রীর বিলাসী চাহিদা পূরণ করতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত জীবন আর সামাজিক সম্মান সব কিছু বিসর্জন দিলেন এক যুবক। বিবিএ পাস করা এই তরুণ ভালো বেতনের চাকরি ছেড়ে নাম লেখালেন অপরাধের জগতে। স্ত্রীর উচ্চাশা মেটাতে না পেরে শেষমেশ পেশা হিসেবে বেছে নিলেন চুরি। রাজস্থানের এই ঘটনায় হতবাক সবাই।

ভারতের রাজস্থানে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের জালে ধরা পড়ার পর সামনে আসে যুবকের এই অপরাধ জগতে পা রাখার অপ্রত্যাশিত কারণ।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-এর এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি জয়পুর শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় দিনে-দুপুরে এক নারীর গলা থেকে চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করা হয় অভিযুক্তকে। শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতার হওয়া ওই যুবকের নাম তরুণ পারেক। তিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তরুণ জানিয়েছেন, তিনি বিবিএ ডিগ্রি নিয়ে একটি কোম্পানিতে চাকরি করতেন। এক মাস আগে বিয়ে হয় তার। কিন্তু বিয়ের পর তার স্ত্রী বিলাসবহুল জীবনযাপনের দাবি করতে থাকেন, যা তরুণ পূরণ করতে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে তিনি চাকরি ছেড়ে জয়পুরে গিয়ে ধারাবাহিকভাবে চুরি করতে শুরু করেন।

Share.
Leave A Reply

Exit mobile version