২০২৪ সালের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাবপত্র জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী জানান, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বর্তমানে দলের তহবিলে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

তিনি বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রির আয়, ব্যাংক সুদ ও এককালীন অনুদান থেকেই দলের আয়ের উৎস এসেছে। ব্যয় হয়েছে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন, লিফলেট-পোস্টার ছাপানো, ব্যক্তিগত সহায়তা ও দুর্যোগকালীন সহায়তায়।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পূর্বের নির্বাচন কমিশন ছিল প্রাতিষ্ঠানিক স্বাধীনতাহীন এবং ক্ষমতাসীনদের হাতিয়ার। দিনের ভোট রাতেই করা হতো। সেই ইসি একটি লুটের নির্বাচন করে বৈধতা দিয়েছে। এমনকি মেরুদণ্ডহীন ও চাকরিপ্রার্থী ব্যক্তিদের দিয়ে ইসি গঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল ইসি। তবে বর্তমান কমিশনের কাছে বিএনপির প্রত্যাশা—তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে এবং যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। ইসি যেন একটি আস্থার প্রতিষ্ঠান হয়ে ওঠে, সেটিই বিএনপির প্রত্যাশা।

Share.
Leave A Reply

Exit mobile version