জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট বিষয়ে ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (২৯ জুন) তেজগাঁওয়ের বিসিআই কার্যালয়ে ১০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়। এনবিআর সংস্কার ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক নীতিনির্ধারক পর্যায়ে এটিই প্রথম সংলাপ।
এর আগে গণমাধ্যমকে ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।