আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII9)’–এর নবম আসরে

অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব সরকার।

রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।

২০১৭ সালের পর বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে এ সম্মানজনক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো।

এসময় অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে যোগদানের আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিগত বছরে ফোরামে বেশ কয়েকটি রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন।

গত বছর এই আয়োজনে বিশ্বের শীর্ষস্থানীয় সিইওসহ ৮ হাজার ৫০০ জন অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

Share.
Leave A Reply

Exit mobile version