২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। সময় এখনও বাকি প্রায় এক বছর। তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য জার্সি!

ক্রীড়াভিত্তিক পোশাক-বিষয়ক ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’ দাবি করেছে, তারা আর্জেন্টিনার বিশ্বকাপের নতুন জার্সির ছবি পেয়েছে। দেশটির শীর্ষস্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম TYC Sports-ও জানিয়েছে, এটাই হতে পারে মেসিদের অফিসিয়াল বিশ্বকাপ জার্সি।

নতুন জার্সিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙ ঠিক থাকলেও, নকশায় এসেছে বেশ কিছু আধুনিক পরিবর্তন। আকাশি রঙের মধ্যে হালকা ও গাঢ় প্রলেপে তৈরি হয়েছে তিনটি ভিন্ন রঙের স্ট্রাইপ, যার মাঝখানে থাকছে আকাশি রঙ। বাইরের দিকের অংশ সাদা হলেও তার আশেপাশে গাঢ় নীল রঙের ছাপ স্পষ্ট। এতে তৈরি হয়েছে এক নতুন শৈল্পিক নকশা।

এই তিন রঙের স্ট্রাইপ দিয়ে বোঝানো হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়— ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২। গলার অংশে রয়েছে ‘ভি’ আকৃতির ডার্ক ব্লু ডিজাইন, যা একইভাবে রয়েছে হাতার দিকেও। জার্সির কাঁধে থাকবে অ্যাডিডাসের স্বতন্ত্র কালো তিন স্ট্রাইপ।

‘দ্য অপালিক’ বলছে, এবার জার্সিতে নেভি ব্লু রঙের আধিক্য থাকবে আগের চেয়ে বেশি। বুকের ডান পাশে অ্যাডিডাসের লোগো, মাঝখানে ফিফা ২০২৬ লোগো ও বামে থাকবে এএফএ-র সোনালি তিন তারা সম্বলিত শিল্ড। সব লোগোই রাখা হয়েছে গোল্ডেন টোনে। এছাড়া জার্সির সঙ্গে মিলিয়ে খেলোয়াড়রা পরবেন নেভি ব্লু শর্টস ও মোজা।

বিশ্বকাপের এবারের আসর হবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বড়। অংশ নিচ্ছে ৪৮টি দল, যেখানে আগে ছিল ৩২টি। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা সবার আগে জায়গা নিশ্চিত করেছে, পরে যোগ দিয়েছে ব্রাজিল ও ইকুয়েডর।
চমক হিসেবে প্রথমবার জায়গা পেয়েছে উজবেকিস্তান ও জর্ডান। এছাড়া ইতোমধ্যেই নিশ্চিত করেছে ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। স্বাগতিক হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। এবার ২০২৬-এর প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেভাগেই— জার্সি দিয়েই!

Share.
Leave A Reply

Exit mobile version