সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু ও সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে আজ বিকেলে এসিসি সভাপতি মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি ও ভেন্যু ঘোষণা করেন। তার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এসিসি পক্ষ থেকে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়।

আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Share.
Leave A Reply

Exit mobile version