ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের আগে উত্তাপ চরমে। খেলা শুরু হতে এখনও দু’দিন বাকি, এরই মাঝে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। লন্ডনের ঐতিহাসিক ওভাল মাঠে ভারতীয় দলের অনুশীলনের সময় মাঠকর্মীদের সঙ্গে প্রকাশ্যেই বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি। এমনকি, তাকে লক্ষ্য করে অভিযোগ দায়েরের হুমকিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ভারতের অনুশীলন ছিল ওভালে। সূত্রের খবর, মাঠের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্ট হন গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে প্রথমে স্বাভাবিকভাবে কথা বললেও, কিছুক্ষণের মধ্যেই মেজাজ হারান। আঙুল উঁচিয়ে চিৎকার করে বলতে থাকেন, “আমাদের কী করতে হবে সেটা আপনারা বলতে পারেন না।”

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে, ভারতের সহকারী কোচরা দ্রুত এগিয়ে এসে গম্ভীরকে সরিয়ে নেন। তবে এতেও থামেননি তিনি। একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনায়, গম্ভীর বলেন, “আপনারা গিয়ে যা খুশি করতে পারেন, কিন্তু আমরা কী করব সেটা আপনারা বলার কেউ নন।”

যে বিষয়ে মাঠকর্মীরা গম্ভীরকে কোন নির্দেশনা দিয়েছিলেন, তা পরিষ্কার নয়। তবে যা বোঝা যাচ্ছে, কোনও ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধ থেকেই পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এবং সেটাই পৌঁছে যায় প্রকাশ্য বিরোধে।

এই ঘটনার ফলে ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশে নতুন চাপ তৈরি হয়েছে। যদিও এটাই প্রথম নয়। গম্ভীরের ক্যারিয়ারে বিতর্ক লেগেই ছিল। পাকিস্তানের আফ্রিদি, আকমল থেকে শুরু করে আইপিএলে বিরাট কোহলির সঙ্গে মাঠে বিবাদ—প্রতিটি মুহূর্তেই তার মেজাজের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে।

এবার তিনি দেশের কোচ হিসেবে দায়িত্বে। সিরিজের ফয়সালা নির্ভর করছে এই শেষ টেস্টেই। ইংল্যান্ড এগিয়ে থাকলেও, ভারত ড্র করতে পারলে সিরিজ বাঁচবে। এমন পরিস্থিতিতে ওভালের উত্তপ্ত বাতাস ভারতীয় শিবিরে নতুন চাপ তৈরি করছে।

এখন দেখার, মাঠের বাইরে এই সংঘাত শেষ টেস্টে কী প্রভাব ফেলে।

Share.
Leave A Reply

Exit mobile version