কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল ধরেছে। আর সেই কারণেই স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আপাতত মেট্রো চলবে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত, ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার দুপুরের দিকে স্বাভাবিকভাবেই যাত্রীদের চাপ ছিল মেট্রো স্টেশনগুলোতে। দুপুর ১টার সময় কবি সুভাষমুখী একটি মেট্রো শহীদ ক্ষুদিরাম স্টেশনে এসে থেমে যায়। এরপর দীর্ঘক্ষণ কেটে গেলেও চলাচল স্বাভাবিক হয়নি। পরে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপ এবং ডাউন উভয় লাইনেই আংশিকভাবে মেট্রো চলাচল শুরু হয়।

তবে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছিল, এবং খালি রেক পাঠানো হচ্ছিল কবি সুভাষ স্টেশনের দিকে।

মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণেই কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে স্টেশনটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

তবে কবে নাগাদ এই ফাটল মেরামতের কাজ শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ। আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো।

Share.
Leave A Reply

Exit mobile version