পুলিশের নিরবচ্ছিন্ন কর্মঘণ্টার জন্য বিশেষ বেতন কাঠামো চান গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

তিনি বলেন, ‘‘পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্ধারিত সময়সীমা নেই। জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট অফিস সময় থাকলেও, পুলিশের কাজ ২৪ ঘণ্টার। রাত ২টা বা ৩টাতেও যদি কোনো জরুরি ঘটনা ঘটে, থানার অফিসার ইনচার্জ বা অন্য পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক ডিউটি পালন করতে হয়। এই বাস্তবতা বিবেচনা করেই কর্মঘণ্টা অনুযায়ী বেতন কাঠামো তৈরি করা উচিত।’’

রবিবার (২৭ জুলাই), রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর স্বাধীন পুলিশ কমিশন গঠনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, “পুলিশের লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করতে হবে। আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থাও জরুরি। কারণ বর্তমান অবকাঠামোতে পুলিশ কাঙ্ক্ষিত জনসেবা দিতে পারছে না।”

তিনি দাবি করেন, “স্বৈরাচারী সরকারের অধীনে পুলিশ কখনোই জনবান্ধব হতে পারে না। আমরা অতীতে দেখেছি—ফ্যাসিবাদী, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে সাধারণ জনগণের ওপর দমনপীড়ন চালানো হয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে পুলিশের জন্য স্বাধীন ও নিরপেক্ষ একটি কমিশন গঠন করতে হবে।”

এছাড়া, তিনি জানান, ‘‘এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে—ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে গণঅধিকার পরিষদ একমত। সংবিধানের মূলনীতি হিসেবে সাম‍্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করায় আমাদের কোনো আপত্তি নেই।’’

Share.
Leave A Reply

Exit mobile version