রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘সরল ভাষায় বললে—দেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। একের পর এক সংকট, যেগুলোকে অশনি সংকেত বলা যায়, উল্কার গতিতে দেশের দিকে ধেয়ে আসছে। গত ১১ মাসে সরকারের যে শক্তি ছিল, তা ক্রমেই ক্ষয়ে গিয়ে এখন প্রায় নড়বড়ে অবস্থায় পৌঁছেছে।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, গত ১১ মাসে সরকারের এরকম একটা নড়বড়ে অবস্থা তৈরি হয়েছে যে স্কুল-কলেজের ছেলেরা-মেয়েরা মনে করেন সরকারকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন। সরকারে যারা কর্তা-ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে এতো ভয়, এতো আতঙ্ক—এসব নিয়ে কাজ করা যায় না।
তিনি বলেন, মানুষের অভাব এবং অভিযোগটা কোন পর্যায়ে গেছে, উপার্জনের জন্য মানুষ কোন পথ খুঁজে পাচ্ছে না। ফলে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে।