২০২৫ সালের বর্ষবিদায় (থার্টিফার্স্ট নাইট) ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করা যাবে না।

এছাড়া অনুমতি ব্যতীত থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ-২০২৬ উদযাপনের জন্য কোনো ব্যবহার্য স্থান, রাস্তা, উন্মুক্ত স্থান বা ছাদের ওপর অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রা করা যাবে না।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ৬ দফা নির্দেশনা জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো যাবে না।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব বার ও মদের দোকানসমূহ বন্ধ থাকবে।

একই সময়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্যাদি বহন ও ব্যবহার করা যাবে না। বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালনা, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, রাস্তায় মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড, নারীদের প্রতি যেকোনো প্রকার হয়রানি বা ইভ টিজিং এবং বেআইনি কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version