রাজধানীর উত্তরায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর। দুর্ঘটনার সময় ভবনটিতে কোচিং ক্লাস চলছিল, যেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে হতাহতের শঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা নিশ্চিত করেন, “ঘটনার সময় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস শেষ হয়ে গিয়েছিল। তবে ছুটির পর ভবনটিতে কোচিং ক্লাস চলছিল। ঠিক তখনই বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। ভবনের ভেতরে শতাধিক শিক্ষার্থী ছিল এবং অনেকে আহত হয়েছে।”
ঘটনার পরপরই আগুন ধরে যায় ভবনটিতে। দ্রুত উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে উপস্থিত ছিলেন অনেক অভিভাবক ও স্বজন, যাদের চোখে-মুখে আতঙ্ক আর উদ্বেগ স্পষ্ট।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই একজনের মরদেহ ফায়ার সার্ভিসের ব্যাগে করে আনা হয়েছে। আহত অবস্থায় ৮ থেকে ১০ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।
প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার কারণ এবং দুর্ঘটনার পেছনের প্রকৃত ঘটনা তদন্তাধীন রয়েছে।