বগুড়ার ইসলামপুর হরিগাড়ী এলাকায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন নারী।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে, বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে।

নিহত দুই নারী হলেন— ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তাঁরা দাদি-নাতি বউ।

এই ঘটনায় আহত হয়েছেন বন্যা নামে আরেক তরুণী। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

স্বজনরা জানান, সন্ধ্যায় বন্যা তার ভাবি হাবিবা ও দাদি লাইলীর বাড়িতেই ছিলেন। হঠাৎ দুর্বৃত্তের হামলায় চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন।

বন্যার চাচা আব্দুস সালাম দাবি করেন, বন্যার সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সূত্রে বিয়ের প্রস্তাব এসেছিল। তবে পরিবার থেকে সেই বিয়েতে কেউ রাজি ছিল না। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই গাজিউল হক জানান, ঘটনার সময় বন্যা সৈকত নামের এক যুবকের সঙ্গে ঘরে কথা বলছিলেন। একপর্যায়ে তর্ক-বিতর্কের জেরে বন্যাকে ছুরিকাঘাত করা হয়। বাঁচাতে গেলে হাবিবা ও লাইলী বেওয়াকেও ছুরিকাঘাত করা হয়। বন্যার শরীরের তিনটি স্থানে ছুরির আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version