গাজীপুরের কালিয়াকৈরে রেলক্রসিং পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের সোনাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রাকটি কালিয়াকৈর থেকে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে পেছনের চাকা দেবে যায় এবং ট্রাকটি আটকে পড়ে রেললাইনের ওপর।

ঘটনার সঙ্গে সঙ্গে রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা সিগন্যালম্যান বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান, এবং ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ একাধিক ট্রেন আটকে দেওয়া হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন— “আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। উদ্ধারকাজ শুরু হয়েছে, আশা করছি খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

এই ঘটনায় রেল যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়, বিশেষ করে অফিসগামী যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটে।

রেল সংশ্লিষ্টদের ধারণা, ট্রাকটি সরানো গেলেই ট্রেন চলাচল আবার শুরু করা সম্ভব হবে। তবে ঘটনার সময় রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় ব্যারিয়ার না থাকায় সচেতনতা ও নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

পলিটিক্স/মি

Share.
Leave A Reply

Exit mobile version