যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষও জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
প্রতিবেদনে বলা হয়, মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ স্থানীয় সময় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“আমরা এর জন্য কিছুই দিচ্ছি না। ইউরোপীয় ইউনিয়ন এর খরচ বহন করছে। আমাদের জন্য এটি কেবল ব্যবসা।”
তবে তিনি স্পষ্ট করে বলেননি, কতটি প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে।
ট্রাম্প পুতিন সম্পর্কে বলেন, “পুতিন খুব সুন্দরভাবে কথা বলেন, কিন্তু রাত নামলেই বোমা ফেলেন—এটা মোটেও ভালো লাগে না।”
তিনি আরও যোগ করেন, “আগে ভাবতাম উনি কথা রাখেন। কিন্তু এখন মনে হচ্ছে, উনি যা বলেন তা নিজেই মানেন না।”
ট্রাম্প জানান, সোমবার তিনি ন্যাটো মহাসচিব মার্ক রুটে-র সঙ্গে বৈঠকে বসবেন। ওয়াশিংটনে রুটের এই দুই দিনের সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং কংগ্রেস সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা সোমবার ঘোষণা করা হবে কি না, তা তখনই জানানো যাবে।”
তিনি উল্লেখ করেন, ইউরোপ ইতোমধ্যেই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে।
রাশিয়ার প্রতি তার হতাশা পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আমি পুতিনের প্রতি খুবই হতাশ। তার কথাবার্তা ও কাজের মধ্যে কোনো মিল নেই।”
প্রসঙ্গত, চলতি বছরের ১ এপ্রিল মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথাল “Sanctioning Russia Act of 2025” নামে একটি বিল উত্থাপন করেন। এতে বলা হয়, রাশিয়ার তেল, গ্যাস ও ইউরেনিয়াম আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি রাশিয়া নিয়ে সোমবার একটি “গুরুত্বপূর্ণ ঘোষণা” দেবেন, যদিও তার বিস্তারিত এখনও স্পষ্ট নয়।