মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত একটি বাড়ি থেকে ‘দ্য লায়ন কিং’-খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ‘দ্য লায়ন কিং’-এ ‘ইয়াং নালা’ চরিত্রে অভিনয় করেছিলেন। ২৫ বছর বয়সী অভিনেত্রীকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেলে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, একাধিকবার ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল তাকে। ঘটনায় ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।ইমানি তার বাবা-মা, ভাইবোন ও ৩ বছরের এক সন্তানের সঙ্গে থাকতেন।
একটি ওয়েবসাইটে ইমানির শেষকৃত্যের জন্য তহবিল সংগ্রহ করার একটি পোস্ট করেছেন অভিনেত্রীর চাচি। ভবিষ্যতে ইমানির পরিবার, সন্তান ও পোষ্য সারমেয়র দেখাশোনার জন্য অর্থ সংগ্রহের কথাও বলেছেন তিনি।
ইমানির চাচি সেই ওয়েবসাইটের বিবৃতিতে লিখেছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ভাইঝি ইমানি দিয়া স্মিথের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় ওকে ওর প্রেমিক গত ২১ ডিসেম্বর হত্যা করেছে।
ইমানির মাত্র ২৫ বছর বয়স হয়েছিল। ও ওর ৩ বছরের পুত্রসন্তান, বাবা মা ও দুই ভাইবোনকে রেখে গেল। ওরা প্রত্যেকে এবং ওর বন্ধুবান্ধব শোকাচ্ছন্ন।”
ইমানির চাচি আরো লেখেন, “ও খুবই উজ্জ্বল ও প্রতিভাবান একজন মানুষ ছিল। ডিজনির ‘দ্য লায়ন কিং’-এ ইয়াং নালা-র চরিত্রে অভিনয় করে ও পরিচিতি পেয়েছিল।
সারা বিশ্ব ওর ঔজ্জ্বল্য দেখেছিল।” ইমানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তার অনুরাগীরাও।

