প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে উৎপন্ন কম্পনে রাজধানী তাইপেইসহ বিস্তৃত এলাকা কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জনমনে।
ভূমিকম্পের পরপরই বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, তাদের ফ্যাক্টরিগুলোতে কম্পন অনুভূত হলেও পরিস্থিতি এমন পর্যায়ে যায়নি যে কর্মীদের সরিয়ে নিতে হবে।
তাইওয়ানের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা তাদের কারখানাগুলো বিশেষ ভূমিকম্প-সহনশীল প্রযুক্তিতে তৈরি হওয়ায় উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়নি। উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর না আসায় স্বস্তি প্রকাশ করেছে তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি। তবে এই কম্পন দ্বীপবাসীকে আবারও ১৯৯৯ সালের সেই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিয়েছে, যখন প্রাণঘাতী এক ভূমিকম্পে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০১৬ সালেও এক বিধ্বংসী কম্পনে দেশটিতে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন।
আজকের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা না হলেও উপকূলীয় এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
