বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার রাত ৯টার আগে হাসপাতালে পৌঁছান তাঁরা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

গত রবিবার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে তাঁকে।

Share.
Leave A Reply

Exit mobile version