জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নিতে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর)  সন্ধ্যায় এনসিপির দলিয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার। তবে জাতীয় নির্বাচনে ঠিক কোন আসন থেকে তিনি লড়বেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি সুজন। 

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসেন এই রিকশা শ্রমিক। সেই জনপ্রিয়তার ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন আশাবাদী সুজন।

এর আগে, দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জুলাইয়ে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মণ। খোকন চিকিৎসার জন্য বর্তমানে রাশিয়ায় গিয়েছেন। 

আজ জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এনসিপির মুখ্য সমন্বয়ক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলটি তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version