মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল বের করেছে জাতীয় ছাত্র শক্তি।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে শুরু হওয়া মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাস্তায় বিশৃঙ্খলা করে শেখ হাসিনাকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারবে না।

কারো চাপে বিচারকার্য প্রভাবিত করা যাবে না। বিচারে বাধা দিলে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘আমরা আজ এখানে দাড়িয়েছে গত ১৬ বছর বিএনপির নেতাকর্মী এবং জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে; তার বিচার চাইতে। আমরা এখানে দাড়িয়েছি জুলাইয়ের ১ হাজার ৫০০ শহীদের পরিবারের পক্ষে।

আমরা শাহবাগ কায়েম করতে আসিনি আমরা বিচার চাইতে এসেছি।’
তিনি বলেন, ‘আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোন রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় দিবেন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে।কাল শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হবে।’

Share.
Leave A Reply

Exit mobile version