ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই বক্তব্যটি হলো ‘কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনেই ফেলে দেবেন’।

এছাড়া ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি এভাবে গাড়িতে আগুন ও মানুষের জীবনে আগুন ধরাতে চেষ্টা করে ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন। ‘

যেই হাসিনা আগুন সন্ত্রাসের বিপক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। এখন তার দলই আগুন সন্ত্রাস করছে। গত কয়েকদিন ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দিচ্ছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। তাই হাসিনার সেই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করছেন ব্যবহারকারীরা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় ওই কথা বলেন তিনি।

ওই দিন আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, অবরোধ আর অগ্নিসন্ত্রাস করে আর যেন একটাও পার না পায়। যদি কোনোটা আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে ওই আগুনেই তাকে ফেলতে হবে, হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে, সেই হাতই পোড়াতে হবে। তাহলে এরা সোজা হবে, নাহলে সোজা হবে না। কারণ, যে যেমন তার সঙ্গে তেমনই করতে হবে।

তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের খুঁজে বের করে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জান-মালের সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। আমাদের আর কোনো কিছু নেই, আমাদের কোনো মুরুব্বি নেই। দেশের জনগণই আমাদের সব।

Share.
Leave A Reply

Exit mobile version